ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নি*হত

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৭:০৯, ২১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নি*হত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দুই গোয়েন্দা কর্মকর্তা। খবর টাইমস অব ইন্ডিয়ার

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে করা হামলায় ৩০ জনের বেশি মানুষ অংশ নেন। হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়। হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রীও পুড়িয়ে দেন। পরে তারা পালিয়ে যান। 

এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তাদের এক বিবৃতির বরাতে বলা হয়েছে, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।

জনপ্রিয়