ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ব্রাজিলে বাস-ট্রাক সংঘ*র্ষে নি*হত ৩২

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ০৯:৫৮, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ব্রাজিলে বাস-ট্রাক সংঘ*র্ষে নি*হত ৩২

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। মিনাস গেরাইস রাজ্যের ফায়ার বিভাগ জানিয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) ভোরে লাজিনহা শহরের কাছে দুর্ঘটনার ৩২ থেকে ৩৫ জনের মতো নিহত হয়েছে।

সিএনএনের প্রতিবেদন বলছে, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি সাও পাওলো থেকে রওনা হয়েছিল। পথে টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারান চালাক। এ সময় ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের পক্ষে জানানো হয়েছে, ১৩ জনকে টিওফিলো ওটোনি শহরের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।

গভর্নর রোমিউ জেমা এক্সে এক পোস্টে লিখেছেন, তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মিনাস গেরাইস সরকারকে নির্দেশ দিয়েছেন। জেমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ট্র্যাজেডি মোকাবিলার জন্য সবচেয়ে মানবিক উপায়ে সহায়তা করতে আমরা কাজ করছি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিবৃতিতে তিনি বলেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং দুর্ঘটনায় ৩০ জনের বেশি নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ভয়ানক ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।

২০০৭ খ্রিষ্টাব্দের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। পরিবহন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ খ্রিষ্টাব্দে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

জনপ্রিয়