ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এ বছর গুগল সার্চের শীর্ষে ছিল যেসব নাম

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ২৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

এ বছর গুগল সার্চের শীর্ষে ছিল যেসব নাম

সপ্তাহ খানেকের মধ্যেই বিদায় নেবে ২০২৪ খ্রিষ্টাব্দ। আসলে নতুন বছর ২০২৫। মানুষের জানার আগ্রহ প্রাচীন। নতুন কিছু জানতে ইচ্ছে করলেই আমরা শিক্ষক বা জানাশোনা ব্যক্তিদের শরণাপন্ন হই।

তবে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর হাতের মুঠোয় এসেছে তথ্য। নানান সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল বেশ জনপ্রিয়। ফলে খুঁটিনাটি জানতে হুট করেই গুগলে সার্চ করে নেটিজেনরা। তাদের সেই সার্চ হিস্ট্রি ঘেঁটে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করে গুগল।

চলতি বছর এই সার্চ জায়ান্টে সবচেয়ে বেশি অনুসন্ধান হয়েছে মার্কিন নির্বাচন। এর পরেই আছে আইফোন রিলিজ, ব্লকবাস্টার বিভিন্ন মুভি রিলিজ, টিকটক ট্রেন্ড ও স্টাইল সম্পর্কিত তথ্য।

ইভেন্ট
গুগল জানিয়েছে, ২০২৪ খ্রিষ্টাব্দের সার্চ ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্ট। এতে প্রথম কোপা আমেরিকা। দ্বিতীয়তে আছে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) এবং তৃতীয় স্থানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর পরে রয়েছে- ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নতুন আইফোন-১৬। তবে প্যারিসে ২০২৪ খ্রিষ্টাব্দের  অলিম্পিক গেইমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কে তথ্যও ছিল গুগলের শীর্ষ অনুসন্ধানের মধ্যে।

ব্যক্তি
গুগলে এ বছর সবচেয়ে বেশিবার সার্চ করা ব্যক্তিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রথম, ক্যাথরিন ও প্রিন্সেস অফ ওয়েলস দ্বিতীয়, কমলা হ্যারিস তৃতীয়, ইমান খলিফ চতুর্থ ও জো বাইডেন পঞ্চম স্থানে ছিলেন।

শব্দ
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউ ইয়র্ক টাইমসের গেইম কানেকশনস ও নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’ ছিল এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা শব্দ।

সংবাদ
সার্চ করা সংবাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রথম, অতিরিক্ত তাপদাহ দ্বিতীয়, অলিম্পিক তৃতীয় ও হারিকেন মিল্টন চতুর্থ স্থানে ছিল।

প্রয়াত ব্যক্তি
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লিয়াম পেইন প্রথম, টবি কিথ দ্বিতীয়, ওজে সিম্পসন তৃতীয়, শ্যানেন ডোহার্টি চতুর্থ ও আকিরা তোরিয়ামা পঞ্চম স্থানে ছিলেন।

জনপ্রিয়