ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আন্দোলনে উত্তাল সার্বিয়া, নেতৃত্বে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ২০:৩৯, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আন্দোলনে উত্তাল সার্বিয়া, নেতৃত্বে শিক্ষার্থীরা

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রোববার (২২ ডিসেম্বর)হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা। তবে কৃষক, শ্রমিক, শিক্ষকেরাও তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য নেতাদের দায়িত্ব নিতে হবে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বলছে, সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। দেশব্যাপী বিক্ষোভকালে অনেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগ এনেছেন।

ছাত্ররা নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালন করে। নীরবতার পর ‘বিক্ষোভকারীরা শিস এবং ভুভুজেলা’ বাজিয়ে স্লাভিজা স্কয়ার দখল করে। এই সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ২৯ হাজার লোক অংশ নিয়েছিল।

বিক্ষোভকারীরা ‘রাষ্ট্র হলো শিশুদের সম্পত্তি’ এবং ‘বিক্ষোভ হলো পরীক্ষা’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে প্রধানমন্ত্রী এবং নোভি সাদের মেয়রের পদত্যাগ দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ও দাবি জানিয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাজার (২৪) বলেছেন, ‘ছাত্রদের সবকটি দাবি সরকারকে মেনে নিতে হবে। ছাত্রদের এই বিক্ষোভ কর্মসূচিতে কৃষক, অভিনেতা ও সর্বস্তরের জনগণ অংশ নিয়েছিলেন।

পেনশনভোগী নেনাদ রাদোভানোভিচ বলেছেন, ‘এই মুহূর্তে শিক্ষার্থীদের সমর্থন দেয়া অত্যন্ত জরুরি।’

ছাত্ররা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ রাখার এবং আগের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে।

এদিকে বিক্ষুদ্ধ ছাত্রদের শান্ত করার জন্য কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের ভর্তুকি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার শুক্রবার শীতকালীন ছুটি ঘোষণা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখে বলেছে, তাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। সারাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদেই শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে।

 

জনপ্রিয়