দক্ষিণ ভারতীয় জনপ্রিয় লেখক এম টি বাসুদেবন নায়ার ৯১ বছর বয়সে মারা গেছেন। কেরালার কোজিকোডে জেলার একটি হাসপাতালে বুধবার (২৫ ডিসেম্বর) বাসুদেবনের মৃত্যু হয়। কয়েক দিন আগে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবর বিবিসির।
নায়ার নামেই বেশি পরিচিত এম টি বাসুদেবন সিনেমাও বানিয়েছেন। তিনি একজন চিত্রনাট্যকারও। ১৯৩৩ খ্রিষ্টাব্দে কেরালার পালাক্কাদ জেলায় জন্মগ্রহণ করেন বাসুদেবন। তার পরিবারে পড়ালেখা করা উৎসাহিত করা হত না। এরপরও তিনি পড়তে পছন্দ করতেন। ছোটবেলা থেকেই তার লেখালেখিতে হাতেখড়ি হয়।
ভারতীয় সাময়িকী আউটলুককে একবার বাসুদেবন বলেছিলেন, ‘অন্য ছেলেদের মতো আমি খেলাধুলার প্রতি তেমন আগ্রহী ছিলাম না। আমি শুধু একটি খেলাই পারতাম— লেখালিখি।’
তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠসহ অনেক পুরস্কার জিতেছেন।
বাসুদেবন অরু ভাদাক্কান বীরগাথার (বীরগাথার উত্তরাঞ্চলীয় গীতিনাট্য) চিত্রনাট্য লিখেছিলেন। শক্তিশালী সংলাপ ও অভিনয়ের জন্য মালয়ালম সিনেমায় এটি ক্ল্যাসিক হিসেবে পরিচিত। সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘মনোরথাঙ্গল’ বাসুদেবনের ছোটগল্প–সংগ্রহ থেকে নেওয়া। এতে দক্ষিণ কমল হাসান, মামুট্টি, মোহনলাল এবং ফাহাদ ফাসিলের মতো অভিনেতারা অভিনয় করেছেন।
রসায়নে স্নাতক ছিলেন বাসুদেবন নায়ার। তিনি স্কুলছাত্রদের গণিত শেখাতেন। পরে খ্যাতনামা সাপ্তাহিক মাতৃভূমিতে যোগ দেন এবং দ্রুত সময়ের মধ্যে লেখক-সম্পাদক হিসেবে নিজের পরিচয় তৈরি করেন। এ সময় তিনি অনেক তরুণ লেখককে খুঁজে বের করেছিলেন এবং তারা পরবর্তী সময়ে বিখ্যাত হয়েছিলেন।
যৌথ পরিবারের অবক্ষয় নিয়ে নায়ারের উপন্যাস নালুকেট্টু (চার ব্লক) ১৯৫৯ খ্রিষ্টাব্দে কেরালার সর্বোচ্চ সাহিত্য সম্মাননাগুলোর একটি জিতে নিয়েছিল। কয়েক দশক পর তিনি সরকারি টেলিভিশন চ্যানেল দূরদর্শন জন্য বইটিকে চলচ্চিত্রে রূপ দেন। ভাসুদেবানের উপন্যাস ‘রান্দামুজহাম’ (দ্য সেকেন্ড টার্ন) ভীম চরিত্রের দৃষ্টিকোণ থেকে হিন্দু মহাকাব্য মহাভারতের ভিন্নধর্মী চিত্রায়ণ। এটিকে ভারতীয় সাহিত্যের একটি ক্ল্যাসিক বিবেচনা করা হয়।