ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ১৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নি*হত বেড়ে ১৭৭ 

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নি*হত বেড়ে ১৭৭ 

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। উড়োজাহাজটির ১৮১ জনের মধ্যে ১৭৯ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় আজ রোববার ভোরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় জিজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি দেয়ালের সঙ্গে আঘাত লেগে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজাটি।

উড়োজাহাজটিতে ৬ ক্রু ও ১৭৫ জন যাত্রী ছিলেন। ১৭৫ যাত্রীর মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ২ জন থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ কোরিয়ার জাতীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ, সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। ফায়ার সার্ভিস জানায়, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭১ জন পুরুষ এবং ৭১ জন নারী। আর বাকি মরদেহের অবস্থা এমন যে, তাৎক্ষণিকভাবে তাদের লৈঙ্গিক পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি।  

উড়োজাহাজটি কীভাবে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় উড়োজাহাজটির কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না। এক পর্যায়ে উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি দেয়ালে গিয়ে প্রচণ্ডবেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা আকাশের দিকে উঠে যায়। কালো ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় আকাশ।

এদিকে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্তের আগে পাখির আঘাত বিষয়ে সতর্কতা জারি করেছিল নিয়ন্ত্রণ টাওয়ার। তবে পাখির সঙ্গে আঘাতের কারণে দুর্ঘটনা কি–না, তা নিশ্চিত করেননি তিনি।

জনপ্রিয়