যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া মার-এ-লাগো ক্লাবে নববর্ষ উদযাপন করেছেন। এ সময় তাদের গান গাইতে এবং নাচতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, নববর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও ছিলেন। তাকেও হাত উঁচিয়ে নাচতে দেখা গেছে।
নববর্ষ উদযাপনে সেখানে গান চলছিল। মেলানিয়া ওই গানের তালে তালে গলা মেলাচ্ছিলেন এবং এদিক-ওদিক দুলে দুলে নাচছিলেন। একপর্যায়ে ট্রাম্প মেলানিয়ার হাত ধরে ঝাঁকুনি দেন।
ওই অনুষ্ঠানে ট্রাম্পের পাশেই নাচতে দেখা যায় ইলন মাস্ককে।
বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি চলতি বছরের শুরুতে নির্বাচনের শুরু থেকেই ট্রাম্পের পাশে থেকেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে ‘আমেরিকা পিএসি’ নামে একটা রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছিলেন তিনি। এই নির্বাচনী চক্রে সেখানে ২০ কোটি ডলার অনুদান দিয়েছিলেন মাস্ক।
উল্লেখ্য, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।