ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আজই পদত্যাগ করতে পারেন ট্রুডো 

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১০:৫৯, ৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

আজই পদত্যাগ করতে পারেন ট্রুডো 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা দেয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে, যদিও তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

রোববার (৫ জানুয়ারি) ট্রুডোর চিন্তাভাবনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনের পর সূত্রটি রয়টার্সের সঙ্গে কথা বলেছে। 

সূত্রটি জানায়, নয় বছর ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডো সোমবারের (৬ জানুয়ারি) মধ্যেই কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ করেছে, কারণ তাদের প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই।

ট্রুডোর চলে যাওয়াটা এমন এক সময়ে হবে যখন জরিপগুলি দেখাচ্ছে, লিবারেলরা আগামী অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সরকারবিরোধী কনজারভেটিভদের কাছে খারাপভাবে হেরে যাবে।

সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে জানিয়েছে, ট্রুডো কখন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করবেন তা তারা নিশ্চিতভাবে জানেন না। তবে তারা বলেছেন, তারা আশা করছেন বুধবার লিবারেল আইন প্রণেতাদের জরুরি বৈঠকের আগেই এটি ঘটবে।

একের পর এক হতাশাজনক জরিপে উদ্বিগ্ন অনেক লিবারেল পার্লামেন্টারিয়ান ট্রুডোকে পদত্যাগ করার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। 

গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ট্রুডো তাৎক্ষণিকভাবে পদত্যাগ করবেন নাকি নতুন লিবারেল নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয়।

২০১৩ খ্রিষ্টাব্দে যখন দলটি গভীর সংকটে ছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে এসেছিল, তখন ট্রুডো লিবারেল নেতার দায়িত্ব গ্রহণ করেন। তিনি যদি পদত্যাগ করেন, তাহলে আগামী চার বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম এমন একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচনের আহ্বানকে উৎসাহিত করবে।

জনপ্রিয়