বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত। এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি বলেছেন, উভয় দেশই বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে আগ্রহী।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার প্রসঙ্গে এরিক গারসেটি বলেন, এটি শুধু অতীতের বিষয় নয়। বরং বর্তমানে দুই দেশ যেভাবে একত্রে কাজ করছে, তা অভূতপূর্ব।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমরা উভয় দেশই একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এ নীতিতে ভারত ও যুক্তরাষ্ট্র একমত।’
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে এরিক গারসেটি বলেন, ‘বাংলাদেশ বা যেকোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। আমাদের কাছে এটি প্রতিরোধ করার একটি সুযোগ।’
রাষ্ট্রদূত গারসেটি আরও উল্লেখ করেন, এ বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র সমন্বিতভাবে কাজ করছে। তাদের লক্ষ্য দক্ষিণ এশিয়ায় শান্তি, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার প্রসার নিশ্চিত করা।