ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গাজায় যু*দ্ধবিরতি নিয়ে আত্মবিশ্বাসী নন ট্রাম্প

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৪৪, ২১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২৯, ২১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

গাজায় যু*দ্ধবিরতি নিয়ে আত্মবিশ্বাসী নন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।

দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময় তিনি গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন।

১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গাজা যুদ্ধ চলে। অনেক চেষ্টার পর অবশেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগের দিন রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হয়। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বলেন, তিনি এই যুদ্ধবিরতি নিয়ে তিনি আস্থাশীল নন।

ওভাল অফিসে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। এ সময় তাঁর কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে তাঁর পূর্বপ্রতিশ্রুতির বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে ট্রাম্প বলেন, ‘ভালো কথা। সবে তো আধা দিন গেল। তাঁর হাতে আরও আধা দিন সময় আছে। তিনি বিষয়টি দেখবেন।’

ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারাভিযানকালে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংঘাত বন্ধে একটি চুক্তি করতে চান।

প্রায় তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষের ধারণা, এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে। তিনি মনে করেন, যুদ্ধ বন্ধের বিষয়ে জেলেনস্কির সদিচ্ছা আছে।

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, পুতিনের একটি চুক্তি করা উচিত। তিনি মনে করেন, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।

শপথ গ্রহণের পর গতকাল ক্যাপিটল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা অনেক ভালো ভালো ব্যাপার ঘটতে দেখতে যাচ্ছেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি।’

ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা যুদ্ধ হতো না।

জনপ্রিয়