২০১৭ খ্রিষ্টব্দে নিজ দেশে বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে নতুন গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ফ্রান্সের বিচারকরা।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিসের (পিএনএটি) অনুরোধে এই পরোয়ানা জারি করে আদালত। পিএনএটি ৫৯ বছর বয়সী ফ্রাঙ্কো-সিরিয়ান নাগরিক সালাহ আবু নাবাউটের মৃত্যুর তদন্ত করছে।
অনুসন্ধান অনুসারে, ২০১৭ খ্রিষ্টব্দে দারা প্রদেশে সিরিয়ার সেনাবাহিনী আবু নাবাউটের বাড়িতে গোলাবর্ষণ করলে তিনি নিহত হন।
সিরিয়ার সাবেক নেতার বিরুদ্ধে এটি ফ্রান্সে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা। এর আগে সিরিয়ার সেনাবাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারে আসাদের কথিত ভূমিকার কারণে একটি পরোয়ানা জারি করা হয়েছিল।
এএফপির খবরে বলা হয়েছে, ফ্রান্সের বিচার বিভাগ সিরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ১৪টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।