ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আমেরিকায় গ্রিন কার্ডের আবেদনে লাগবে না করোনার টিকার সনদ

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

আমেরিকায় গ্রিন কার্ডের আবেদনে লাগবে না করোনার টিকার সনদ

আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করতে, এখন থেকে আর করোনার টিকার সনদ দেখাতে হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আইনগতভাবে যুক্তরাষ্ট্রের বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ বা প্রয়োজনীয় নথি জমা দেয়ার বাধ্যবাধকতা থাকছে না। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা ইউএসসিআইএস এমনটা জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য গ্রিন কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ। স্থায়ীভাবে বসবাস এবং যেকোনো প্রতিষ্ঠানের বৈধ কর্মী হওয়ার জন্য দেশটিতে গ্রিনকার্ড অপরিহার্য।

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই একের পর এক নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসনবিরোধী অবস্থান স্পষ্ট করেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও নতুন করে কাউকে প্রবেশ করতে না দেওয়ার নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। 

জনপ্রিয়