ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যুক্তরাষ্ট্রে ফের বিমান বি*ধ্বস্ত

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ফের বিমান বি*ধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে দুই আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দু’জন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। 

তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। বিমানের ধ্বংসাবশেষ একাধিক যানবাহনে আঘাত করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, রুজভেল্ট মলের কাছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য কাজ করছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বিমানটির উৎপত্তিস্থল বা গন্তব্যস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার ও বিমানে আরোহীদের ৬৭ জনের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয়