ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমালো ভারত

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমালো ভারত

ভারতের তেল ও গ্যাস বাজারজাতকরণ কোম্পানিগুলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৭ রুপি কমিয়েছে। হ্রাসকৃত মূল্যে আজ শনিবার থেকে ভারতে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৭৯৭ রুপিতে।

ভারতের তেল ও গ্যাস কোম্পানিগুলো অভ্যন্তরীণ বাজারে তাদের পণ্যগুলোর দাম নির্ধারণের বেলা আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে প্রাধান্য দেয় এবং নিয়মিতই অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে। এর আগে ডিসেম্বরে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬২ রুপি বেড়েছিল দেশটিতে।

বাণিজ্যিক এলপিজির সিলিন্ডার মূলত গৃহস্থালী ও খুচরা ব্যবসায়িক খাতে ব্যবহৃত হয়। তাই যদি এই জ্বালানির মূল্য বাড়ে, তাহলে তার প্রধান ভুক্তভোগী হয় নিম্ন ও মধ্যম আয়ের জনগণ।

এলএমজি সিলিন্ডারের এই মূল্যহ্রাস ভারতের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

জনপ্রিয়