ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পুরোপুরি নিভেছে লস অ্যাঞ্জেলসের দাবানল

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৮:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

পুরোপুরি নিভেছে লস অ্যাঞ্জেলসের দাবানল

টানা তিন সপ্তাহ তাণ্ডব চালানোর পর অবশেষে নিভেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এবারের দাবানলে পুড়ে ৩০ জনের মৃত্যু এবং হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলসে অন্তত ছয়টি সক্রিয় দাবানলের সৃষ্টি হয়। এরমধ্যে প্যালিসেডেস এবং ইটনের আগুন সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে। এ দুটি দাবানলে পুড়েছে ৩৭ হাজার একর জায়গা ও ১০ হাজার বাড়ি। সবমিলিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশ বিলিয়ন ডলারের।

সর্বশেষ জ্বলছিল ক্যাল নামের দাবানলটি। এটি গতকাল শুক্রবার সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। এরআগেই অবশ্য সাধারণ মানুষকে ফেরার অনুমতি দেওয়া হয়।

কীভাবে সেখানে এমন ভয়াবহ দাবানলের সৃষ্টি হলো তার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হয়ে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকায় এটি এতটা তাণ্ডব চালাতে পেরেছে।

লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন ব্যাস শুক্রবার এক বিবৃতিতে জানান, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে সবকিছু পুনর্গঠন করা ও সাধারণ মানুষকে তাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেওয়া।

আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫০ বিলিয়ন ডলার থেকে ২৭৫ বিলিয়ন ডলার হতে পারে।

জনপ্রিয়