ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শুল্ক নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-কানাডা;বাণিজ্য যুদ্ধের আশংকা

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

শুল্ক নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-কানাডা;বাণিজ্য যুদ্ধের আশংকা

কানাডার পণ্য আমদানিতে ২৫ শতাংশ ‍শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বসে নেই কানাডাও। তারা সমান হারে শুল্ক বসিয়েছে মার্কিন পন্যের উপর। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ মঙ্গলবার থেকে কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এছাড়া চীনের পণ্য আমদানিতে ১০ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে শনিবার  সই করেছেন ট্রাম্প। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।

এদিকে সব মেক্সিকান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার জবাবে শুল্কসহ পাল্টা পদক্ষেপ নেয়ার কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, মেক্সিকোর স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন-ট্যারিফ পদক্ষেপ সহ প্লান বি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।

ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা পরই জাস্টিন ট্রুডো পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। অর্থনীতিবিদরা বলছেন, পাল্টাপাল্টি এই ব্যবস্থা বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি করছে এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ধীর হতে পারে।

সংবাদ সম্মেলনে ট্রুডো আমেরিকার জনগণকে উদ্দেশ করে বলেন, এই পাল্টাপাল্টি শুল্কের ধাক্কা বাজার দর আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলবে। দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এ এমন এক বন্ধুত্ব, যা নিয়ে বিশ্বের অনেক দেশ হিংসা করে।

ট্রুডো তার সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ পণ্যে শুল্কের বোঝা চাপানো অবৈধ ফেন্টানিলের কারবার বন্ধের ভালো কৌশল নয়। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক সপ্তাহ কানাডা আর আমেরিকার নাগরিকদের জন্য কঠিন সময় যাবে। 
কানাডার প্রধানমন্ত্রী বলেন, শুল্ক আরোপের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, আর তার পাল্টায় আমাদের যে জবাব, তার সরাসরি প্রভাব পড়বে সীমান্তের দুই পাড়ের কর্মজীবী মানুষের ওপর। এটা আমরা চাইনি। কিন্তু কানাডার দিক থেকে আমরা পিছিয়ে যাব না।
 

জনপ্রিয়