ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইএসকে খুঁজে হত্যার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

আইএসকে খুঁজে হত্যার হুমকি ট্রাম্পের

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকান সেনারা। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। এতে পুরোপুরি সায় ছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের। স্থানীয় কমান্ডাররা বার্তা সংস্থা এএফপিকেও এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলের কাছে থাকা আবদিরহমান আদান নামের আরেক সেনা সদস্য জানান, তিনি পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সোমালিয়ায় আইএসের চেয়েও আল-কায়েদা ও আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি সোমালিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতাও বাড়ছে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘আমি সেনাদের সোমালিয়ায় থাকা আইএসের জ্যেষ্ঠ পরিকল্পনারী ও অন্যন্য সন্ত্রাসী ওপর বিমান হামলার জন্য আজ (শনিবার) নির্দেশ দিয়েছি। আইএসআইএস এবং অন্য যারা আমেরিকানদের আক্রমণ করবে তাদের প্রতি বার্তা হল যে, আমরা তোমাদের খুঁজে বের করব, এবং হত্যা করব!’

সোমালিয়ার বোসাসো এলাকার সামরিক কমান্ডার মোহামেদ আলি বলেন, ‘হামলায় হতাহতের সংখ্যা এখনও জানি না। তবে বিশ্বাস করি যে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’ 

 

জনপ্রিয়