ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে উধাও স্ত্রী

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে উধাও স্ত্রী

মেয়ের ভালো পড়াশোনা,বিয়ে আর ভালো ভবিষ্যতের জন্য স্বামীকে তাঁর কিডনি বিক্রি করত বাধ্য করলেন এক নারী। স্ত্রীর চাপে স্বামী তিন মাস আগে ১০ লাখ রুপিতে বিক্রিও করে দিলেন তার একটি কিডনি। ভারতের হাওড়া জেলার সাঁকরাইলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীকে বোঝানো হয়, এই টাকায় পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। মেয়ের ভবিষ্যতে উজ্জল হবে। খবর হিন্দুস্তান টাইমসের। 

কিন্তু কিডনি বিক্রি করে স্বামী জানতে পারেন, স্ত্রী ইতিমধ্যে ফেসবুকে পরিচিত এক পেইন্টারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। স্বামীর কিডনি বিক্রি করা ১০ লাখ টাকা নিয়ে ওই পেইন্টারের সঙ্গে পালিয়ে যান ওই স্ত্রী।

ঘটনাটি জানার পর, স্বামী থানায় অভিযোগ করেন এবং স্ত্রীর সন্ধানে বের হন। তার পরিবারও বারাকপুরে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে স্ত্রীর পরিবার দরজা থেকে তাদের ফিরিয়ে দেয়।

এ ঘটনায় ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়েছেন এবং স্বামীর পরিবারের কারো সঙ্গেই কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, এই দম্পত্তির ১০ বছরের একটি মেয়ে রয়েছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। যদিও ভারতে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে মানব অঙ্গের বেচাকেনা বেআইনি। তবে দানকারীর অভাবে এখনো অঙ্গ বেচাকেনা অব্যাহত রয়েছে। তথ্য: হিন্দুস্তান টাইমস।
 

জনপ্রিয়