আফগানিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাইকে দেশ ছাড়তে বাধ্য করেছে তালেবান সরকার। তিনি নারীদের পড়াশোনায় তালেবান সরকারের নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে আফগানিস্তান ছাড়াতে বাধ্য হয়ে এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আশ্রয় নিয়েছেনে এই তালেবান মন্ত্রী।
গত ২০ জানুয়ারি খোস্ত প্রদেশে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কন্যাশিশুদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা এবং নারীদের উচ্চশিক্ষায় তালেবান সরকারের দেওয়া নিষেধাজ্ঞার সমালোচনা করেন মোহাম্মদ আব্বাস।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, নারীশিক্ষায় নিষেধাজ্ঞার জন্য কখনই কোনো অজুহাত দেওয়া যায় না। দুই কোটি মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সেদিন তিনি আরও বলেন, হজরত মুহাম্মদ (সা.)–এর সময়ে নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল। এমন বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার এবং তাঁর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এরপরই আফগানিস্তান ছাড়েন মোহাম্মাদ আব্বাস।