ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘণ্টার মধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প চীনের ওপর যে দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেটি আজ স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হওয়ার কথা। জবাবে চীন বলেছে তারা এর বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে।
বিবিসির বিজনেস রিপোর্টার জোনাথন জোসেফস এর মতে নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে হুট করেই আবার স্থগিত করার সিদ্ধান্তটি রাজনীতিকদের দিক থেকে স্বস্তি বয়ে আনলেও জটিল অবস্থায় পড়েছেন বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা।
ব্যবসায়ীরা যে একটি বিষয় একেবারেই পছন্দ করেন না তা হলো – অনিশ্চয়তা। সোমবার বিশ্বের শেয়ার বাজারগুলোয় ছিল তার প্রতিফলন।
প্রেসিডেন্ট ট্রাম্পের হুট করে ঘুরে দাঁড়ানো এটিই প্রমাণ করে যে আগামী চার বছরে কী কী হতে পারে এ বিষয়ে তারা নিশ্চিত হতে পারবেন না। সাম্প্রতিক বছরগুলোতে অনেক পণ্যের উৎপাদকরাই চীন থেকে মেক্সিকো কিংবা ভারতের দিকে সরে গেছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পরের টার্গেট কোন দেশ এটি জানা না গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওরা কোথায় বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়বেন। অথচ কর্মসংস্থান ও অর্থনীতির প্রবৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ।