ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আদালতে স্থগিত

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আদালতে স্থগিত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অন গভর্নমেন্ট এমপ্লয়িজের জরুরি আবেদনে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়। 

সিডেন্ট  ট্রাম্প প্রাথমিকভাবে ইউএসএআইডির ২ হাজার ২০০ কর্মীকে বেতনভুক্ত ছুটিতে পাঠানোর পরিকল্পনা করেন। প্রায় ১০ হাজার কর্মী কাজ করছেন সংস্থাটিতে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক সব কর্মী ছাঁটাই করে মাত্র ২৯৪ জনকে সংস্থাটিতে রাখতে চান। 

 মামলা দায়ের করা ইউনিয়ন দুটির অভিযোগ, মার্কিন সংবিধান এবং ফেডারেল আইন লঙ্ঘন করছেন ট্রাম্প। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই এক নির্বাহী আদেশে বিদেশী সহায়তা বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরই বন্ধ হয়ে যায় ইউএসএআইডির সকল কার্যক্রম।

জনপ্রিয়