![ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/Terrible-earthquake-2502090829.jpg)
ক্যারিবিয়ান সাগরে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভয়াবহ এ ভূমিকম্প আঘাত হানার পর দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম হন্ডুরাসের উত্তরে এবং ক্যারিবিয়ান সাগরে সুনামির কোনো সতর্কতা জারি করেনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ইউএস মনিটরিং এজেন্সির বরাত দিয়ে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ভূমিকম্প আঘাত হানে।
খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান অঞ্চলের হন্ডুরাসের উত্তরে সাগরের উপকূল থেকে ১শ ৩০ মাইল (২শ ৯ কিলোমিটার) দূরে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।
এ বিষয়ে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থলটি ছিল সমুদ্রের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।