![স্টিল-অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ঘোষণা করবেন: ট্রাম্প স্টিল-অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ঘোষণা করবেন: ট্রাম্প](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/trump-2502100608.jpg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করবেন। আগামীকাল মঙ্গলবার এসব শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যেকোনো স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। এসব শুল্ক নির্দিষ্ট হারের ন্যায্য পদ্ধতি হবে। এই শুল্ক বিশ্বের যেকোনো দেশকে প্রভাবিত করবে। এ বিষয়ে বিস্তারিত আগামী মঙ্গলবার বা বুধবার একটি সংবাদ সম্মেলনে জানানো হবে।
স্টিল ও অ্যালুমিনিয়ামের পাশাপাশি সেমিকন্ডাক্টর চিপ, ওষুধ, তেল ও গ্যাসের ওপরও শুল্ক বসানো হবে বলে জানান ট্রাম্প।
গত ১ ফেব্রুয়ারি চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে গত সপ্তাহে কানাডা ও মেক্সিকো নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি এই দুই দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত রাখেন।