![ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/Untit-2502110509.jpg)
যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়া ছাড়া বিশ্বের সব দেশের জন্য এই নতুন আইন প্রযোজ্য বলে জানান তিনি। স্থানীয় সময় শনিবার তিনি এ ঘোষণা দেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী ৪ মার্চ থেকে আইনটি কার্যকর হবে। সাধারণত কানাডা, ব্রাজিল, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া থেকে অধিক হারে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্যমতে, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতবপণ্য আমদানি করে থাকে কানাডা থেকে। এর পরেই রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। গত বছরের প্রথম ১১ মাসে কানাডা থেকে ৭৯ শতাংশ অ্যালুমিনিয়াম আমদানি করেছে যুক্তরাষ্ট্র। ফলে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে সবচেয়ে বিপাকে পড়বে কানাডা ও মেক্সিকো।
এদিকে, মার্কিন পন্য আমদানির ওপর যেসব দেশ শুল্ক আরোপ করবে, সেসব দেশের ওপর পাল্টা শুল্কারোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে, কোন কোন দেশের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে কানাডা ও মেক্সিকোর বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পরে আবার তা স্থগিত করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকোকে শর্ত দিয়েছিলেন, তাদের সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে হবে যেন অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করে মেক্সিকো। এ শর্তে তাদের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প।
এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ট্রাম্পকে আশ্বস্ত করেন যে, তারা সীমান্তে নতুন প্রযুক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবে। পাশাপাশি ফেন্টানাইল চোরাচালান এবং অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকাকে সহায়তা করবে। ট্রুডোর এমন আশ্বাস শোনার পর কানাডার ওপর শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ইস্পাত এবং অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় নতুন করে বিপাকে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো।