ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফ্রিতে ক্যানসারের ওষুধ প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ফ্রিতে ক্যানসারের ওষুধ প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা নিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।

আজ মঙ্গলবার থেকে এ সংক্রান্ত কর্মসূচি শুরুও হয়ে গেছে।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে অবস্থিত ডব্লিউএইচও’র কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,  মঙ্গলবার মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানের ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য ওষুধের চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। এরপর ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে ওষুধের চালান।

এই ছয়টি দেশের হাসপাতালগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশু রয়েছে প্রায় ৫ হাজার। তাদের সবার কাছেই বিনামূল্যে পৌঁছাবে ওষুধ।

“পাইলট পর্যায়ে যে ৬টি দেশ বেছে নেওয়া হয়েছে, সেগুলোতে মানসম্পন্ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওষুধের সরবরাহ অব্যাহত থাকবে। শিগগিরই এ তালিকায় যুক্ত হবে আরও নতুন দেশ,” বলা হয়েছে ডব্লিউএইচও’র মঙ্গলবারের বিবৃতিতে।

বিশ্বে এখনও ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসায় উচ্চ আয়ের দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে আছে মাঝারি ও নিম্ন আয়ের দেশগুলো। এই ব্লকের দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা শিশুদের হার ৩০ শতাংশেরও কম; অন্যদিকে ‍উন্নত দেশগুলোতে এ হার প্রায় ৮০ শতাংশ।

ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয় অন্তত ৪ লাখ শিশু; কিন্তু ওষুধের দুর্মূল্য ও প্রয়োজনীয় চিকিসার অভাবে এই শিশুদের ৭০ শতাংশই মারা যায়।

ডব্লিউএইচও’র বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদি তা সফল হয়, তাহলে বিশ্বের প্রায় ১ লাখ ২০ হাজার শিশুরোগী বিনামূল্যে ক্যানসারের ওষুধ পাবে।

জনপ্রিয়