ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইউক্রেন কোনো একদিন রাশিয়ার হয়ে যেতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ইউক্রেন কোনো একদিন রাশিয়ার হয়ে যেতে পারে: ট্রাম্প

ইউক্রেন কোনো একদিন রাশিয়ার হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। 

প্রায় তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা (ইউক্রেন) হয়ত একটি চুক্তি করতে পারে, চুক্তি নাও করতে পারে। তারা চাইলে একদিন রাশিয়ার হয়ে যেতে পারে, আবারও নাও হতে পারে।’

চলতি সপ্তাহের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে পৌঁছাতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

শিগগিরই নিজের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কেইথ কেলগকে কিয়েভে পাঠানোর কথা জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি প্রস্তাবের রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কেইথকে।

এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর ক্রেমলিন জানায়, ইউক্রেনের উল্লেখযোগ্য অঞ্চল ‘রাশিয়ার অংশ হতে চায়’। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ইউক্রেনের পরিস্থিতি অনেকটাই প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে প্রতিফলিত করে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যত দ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তিতে যাওয়ার আগে ওয়াশিংটনের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন। যদি চুক্তিতে ন্যাটো সদস্যপদ বা শান্তিরক্ষী সেনা মোতায়েনের মতো কঠোর সামরিক প্রতিশ্রুতি না থাকে, তাহলে এটি রাশিয়াকে নতুন আক্রমণের জন্য পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে বলে আশঙ্কা ইউক্রেনের।

জনপ্রিয়