
মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল নারী-পুরুষ থাকবে অন্য কোনো লিঙ্গের মানুষের জায়গা হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের প্রথম যৌথ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, আমরা একটি নতুন সরকারি নীতি গ্রহণ করেছি। আমাদের দেশে কেবলমাত্র দুটি লিঙ্গের মানুষ থাকবে, নারী এবং পুরুষ।
তিনি বলেন, স্কুলগুলোতে জাতিতত্ত্বের বিষয় বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষাব্যবস্থায় আর কোনো ‘জেন্ডার স্টাডিজ’ বা লিঙ্গ পরিচয়ের বিষয় পড়ানো হবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমেরিকায় ‘প্রগতিবাদী’ লিঙ্গ পরিচয়ের ধারণা ও শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ট্রাম্পের দাবি, স্কুলগুলোর পাঠ্যক্রম থেকে লিঙ্গ পরিচয়বিষয়ক শিক্ষার পরিবর্তন করা হয়েছে এবং ভবিষ্যতে এরকম কোনো শিক্ষার প্রচলন করা হবে না।
ট্রাম্প বলেন, যেই পেশাতেই আপনি থাকুন, আপনাকে শুধু মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। লিঙ্গ বা জাতি পরিচয়ের ওপর কোনো প্রাধান্য দেওয়া হবে না।
এর আগে ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পর এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি তার আগের অবস্থানও পুনর্ব্যক্ত করে জানিয়ে দিয়েছেন, নারী ও পুরুষ ছাড়া আর কোনো লিঙ্গের সর্বনাম ব্যবহার করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রে।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে আর কোনো ট্রান্সজেন্ডার নিয়োগ করা হবে না। এই ঘোষণায় তিনি আরও বলেন, সেনাবাহিনীতে যারা ট্রান্সজেন্ডার হিসেবে কাজ করছেন, তাদের জন্য কোনো লিঙ্গ পরিবর্তন বা সেই সম্পর্কিত সুবিধা আর দেওয়া হবে না।