ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ধর্ষকের শাস্তির দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

আন্তর্জাতিক

আমাদের বার্তা, জাবি

প্রকাশিত: ০৯:৫৬, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১০:১০, ৯ মার্চ ২০২৫

সর্বশেষ

ধর্ষকের শাস্তির দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের শাস্তির দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৩০ মিনিট বিক্ষোভ শেষে রাত তিনটার দিকে অবরোধ তুলে নেন তারা।

এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. শামসুজ্জামান বলেন, ‘২৪–এর গণ-অভ্যুত্থানে জনগণ যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিলো, জীবন দিয়েছিল সে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। সারাদেশে ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে। দেশে একের পর এক ধর্ষণের মত ঘটনা ঘটে যাচ্ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ধর্ষণে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করব।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। গত পরশু মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে।

জনপ্রিয়