ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

 রাজধানীতে সড়ক দুর্ঘট*নায় হাজারো গাড়ির লাইন

আন্তর্জাতিক

আমাদের বার্তা, ঢাকা

প্রকাশিত: ১০:১৫, ১০ মার্চ ২০২৫

সর্বশেষ

 রাজধানীতে সড়ক দুর্ঘট*নায় হাজারো গাড়ির লাইন

বনানীতে গাড়ির ধাক্কায় ২ পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুই নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

অফিস টাইমে ঠাঁয় দাঁড়িয়ে আছে হাজার-হাজার যানবাহন। যান চলাচল বন্ধে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন অনেকে।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মীরা ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

তবে ট্রাফিক গুলশান বিভাগ থেকে বলা হয়েছে, এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান- ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করা যাচ্ছে।

জনপ্রিয়