ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাংলাদেশ নিয়ে যা বললেন তুলসি গ্যাবার্ড

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৮:২৩, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

বাংলাদেশ নিয়ে যা বললেন তুলসি গ্যাবার্ড

ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। গতকাল রোববার তিনি ভারতে এসে পৌঁছান। প্রথম দিনই বিশেষ বৈঠকে অংশ নেন তুলসি।

এই বৈঠকে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানেরা ছিলেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে তুলসি গ্যাবার্ড ভারতে এসেছেন।

এর মধ্যেই আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। এর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গও রয়েছে। এনডিটিভির পক্ষে ভারতীয় সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক বিষ্ণু সোম তাঁর সাক্ষাৎকার নেন। 

আলাপের এক পর্যায়ে বিষ্ণু সোম তুলসি গ্যাবার্ডকে প্রশ্ন করেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। সেখানে সহিংসতা দেখা গেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের তথ্যও আসছে। আমেরিকা কি এ ব্যাপারে উদ্বিগ্ন? সেখানে শুধু রাজনৈতিক নয় সব ধরনের পরিস্থিতি নিয়ে আমেরিকা কি উদ্বিগ্ন?

তুলসি গ্যাবার্ড বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে খুব বাজেভাবে নিপীড়ন, হত্যা ও নির্যাতন হচ্ছে। মার্কিন সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটি একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবে শুরু হয়েছে, তবে এটি এখনও উদ্বেগের কেন্দ্রবিন্দু।’

এনটিভির প্রতিবেদনে অবশ্য বলা হয়, বাংলাদেশে উদ্বেগের কেন্দ্রবিন্দু হিসেবে ‘সন্ত্রাসবাদ ও উগ্রবাদ’ ইস্যুর কথা বলেন তুলসি গ্যাবার্ড। এ সময় তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ‘ইসলামবাদী সন্ত্রাসবাদ’ রুখতে ট্রাম্প প্রশাসন বেশ গুরুত্ব দিচ্ছে এবং এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। 

ভারত ও আমেরিকার মধ্যকার সম্পর্ক নিয়ে তুলসি গ্যাবার্ড বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেছে। এদিকে নরেন্দ্র মোদি ভারতে দীর্ঘদিন ধরেই ক্ষমতায়। এই সম্পর্ক এখন আরও এগিয়ে নিয়ে যেতে চায় আমেরিকা। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প প্রশাসন চেষ্টা শুরু করেছে বলে জানান তুলসি। তিনি বলেন, এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকদূর এগিয়ে গেছেন। 

তুলসি গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। মোদিই ছিলেন তাঁর প্রথম বিদেশি অতিথি। 

এবার ভারত সফরে মার্কিন এই গোয়েন্দা প্রধান প্রথম দিনেই অংশ নেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের একটি হাই-প্রোফাইল সম্মেলন বা সিকিওরিটি কনফারেন্সে, যেটির সভাপতিত্ব করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

জনপ্রিয়