ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মধ্যরাতেও ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, মৃত্যু ছাড়াতে পারে ১০ হাজার

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:০৭, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১১:৩৭, ২৯ মার্চ ২০২৫

সর্বশেষ

মধ্যরাতেও ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, মৃত্যু ছাড়াতে পারে ১০ হাজার

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারে কমপক্ষে ১৪টি পরাঘাত (আফটারশক) হয়েছে।  বড় ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যে বেশিরভাগ কম্পন অনুভূত হয়েছিল। এগুলোর বেশিরভাগের মাত্রা ছিল ৩ থেকে ৫-এর মধ্যে।  সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। বড় ভূমিকম্পের ১০ মিনিট পরই এই পরাঘাত হয়। 

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারের মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এর বাইরে যে পরিমাণ আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক মূল্যে তার পরিমাণ ছাড়াতে পারে ১ হাজার কোটি ডলার।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে ৪ দশমকিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এটিও পরাঘাতের অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়। প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়ে গেছে। অন্যদিকে থাইল্যান্ডে  রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০ জনের দেহ।

জনপ্রিয়