ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১২:১২, ২৯ মার্চ ২০২৫

সর্বশেষ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার দুইজনে উন্নীত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩শ ৭৬।এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩০ জন।

শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে ক্ষতি হয়েছে রাজধানী নেপিদোতে। সেখান অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। সাগাইংয়ে ১৮ ও মান্দালয়ে ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে জুমার নামাজের সময় দুটি মসজিদ ধসে পড়ে কমপক্ষে ৩৪ জন মারা যান। 

মধ্যরাতেও ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, মৃত্যু ছাড়াতে পারে ১০ হাজার

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি নির্মাণাধীন ভবনে শতাধিক শ্রমিক কাজ করার সময় এটি ধসে পড়ে অন্তত ৯০ জন নিখোঁজ রয়েছেন। তবে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মধ্যাঞ্চল মান্দালয়ের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 

জনপ্রিয়