ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, আমাদের বার্তা

প্রকাশিত: ১৯:০৭, ৩০ মার্চ ২০২৫

আপডেট: ১৯:১০, ৩০ মার্চ ২০২৫

সর্বশেষ

মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ

ভারতের মহারাষ্ট্রের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ জড়িত থাকার সন্দেহে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩০ মার্চ) ভোরে মহারাষ্ট্রের বিড জেলার একটি মসজিদের ভেতর এ বিস্ফোরণ ঘটে বলে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়।

মহারাষ্ট্র পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, রোববার ভোররাত তিনটার দিকে মহারাষ্ট্রের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। সন্দেহভাজনদের একজন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার একটি ভিডিও পোস্ট করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মধ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তথ্য থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় বিডের অর্ধমাসলা এলাকায় একটি শোভাযাত্রা চলছিল। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দুজন ব্যক্তি সেখানে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেন এবং মসজিদ নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন। এতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডের পুলিশ সুপার নবনীত কাভাত বলেন, ভোরে আমরা একটি ফোনকল পাই। আমাদের বলা হয়, মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এসময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটানো হতে পারে সন্দেহ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। পুলিশ সুপার জানান, মসজিদের পেছনের দরজা দিয়ে ভেতরে অভিযুক্ত যুবক প্রবেশ করেছিল। এরপর জিলেটিন স্টিক দিয়ে মসজিদের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় মসজিদের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

জনপ্রিয়