ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পাকিস্তানের করাচিতে ভূমিকম্পন অনুভূত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ৩১ মার্চ ২০২৫

সর্বশেষ

পাকিস্তানের করাচিতে ভূমিকম্পন অনুভূত

পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। 

সোমবার (৩১ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিকেল ৪টা ১১ মিনিটে করাচি ও আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, কম্পনের গভীরতা ছিল ১৯ কিলোমিটার আর এর কেন্দ্রস্থল ছিল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ করে ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিকযোগাযোগ মাধ্যমে অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের পরবর্তী কম্পন বা ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

জনপ্রিয়