ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জমির বিরোধে গোপালগঞ্জে সং*ঘর্ষ, আহত ২০

আন্তর্জাতিক

আমাদের বার্তা, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৮, ১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৩৮, ১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

জমির বিরোধে গোপালগঞ্জে সং*ঘর্ষ, আহত ২০

জমি সংক্রান্ত বিরোধে জেরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে  ২০জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে ফকির বংশের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।

আহত ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যান বর্ষাপাড়া গ্রামের সিরাজ ফকির। কিন্তু তাতে বাধা দেয় তার চাচাতো ভাই গাউস ফকির।

এই নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। 

আবুল কালাম আজাদ বলেন, পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়