ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নি*হত ১৮

আন্তর্জাতিক

ইন্টারন্যাশনাল ডেস্ক, আমাদের বার্তা 

প্রকাশিত: ২০:২৫, ১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৪০, ২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নি*হত ১৮

ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) গুজরাট রাজ্যের বানাসকাণ্ঠার একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ হলে হতাহতের এই ঘটনা ঘটে। 

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ফ্যাক্টরিতে একটি বড় বিস্ফোরণ হয়েছিলো, যার ফলে কংক্রিটের ছাদটি ধসে পড়ে। এই ঘটনায় ১৮ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, কারখানাটি লাইসেন্স ছাড়াই চলছিলো। কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মূলত আতশবাজি ভারতে বেশ জনপ্রিয়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উৎসব দীপাবলি এবং বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের আগে উদযাপনের সময় এগুলো ব্যবহার করা হয়।

উল্লেখ্য, দেশটিতে আতশবাজি ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা একরকম সাধারণ ব্যাপার। কারণ, কারখানার মালিকরা প্রায়ই প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই এসব কারখানা পরিচালনা করে থাকেন।  এর আগে গত বছর মধ্যপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়া ২০১৯ খ্রিষ্টাব্দে পাঞ্জাবে একই ধরনের বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন এবং উত্তর প্রদেশে অপর ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

জনপ্রিয়