ঢাকা রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা!

আন্তর্জাতিক

আমাদের বার্তা, ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৪৭, ২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা!

কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! যুক্তরাজ্যে এবার দেখা গেল আওয়ামী লীগের পলাতক চার মন্ত্রী কফি নিয়ে আড্ডায় মশগুল। তাদের সাথে যোগ দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পলাতক নেতাদের চেহারা ছিল হাস্যোজ্জ্বল, চেহারায় নেই কোন অপরাধবোধ!

মঙ্গলবার (১ এপ্রিল) তাদের লন্ডনে আড্ডা দিতে দেখা যায়। মূলত অসুস্থ যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে হাসপাতালে দেখতে গিয়ে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় যোগ দেন সবাই।

এ সময় আড্ডায় দেখা যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহসহ আরও অনেকে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী তার ফেসবুক পেজে ছবি শেয়ার করে তা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়