ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, শিশুসহ নিহত ১৮

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, শিশুসহ নিহত ১৮

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-এ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ৯ শিশু প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন । আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ২০২৫ খ্রিষ্টাব্দে রাশিয়ার এটাই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী হামলা। শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান হওয়ায় এর ওপর হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। হামলার সময় রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টা চলছিল।

শুক্রবারের এ হামলার খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে—রাস্তায় পড়ে আছে রক্তাক্ত মরদেহ, শিশুদের খেলার মাঠ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আকাশে উড়ছে ধোঁয়ার কুণ্ডলী। যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধসে পড়েছে, এবং বেশ কয়েকটি জায়গায় আগুন ধরে গেছে। আহতদের মধ্যে তিন মাস বয়সী শিশুও রয়েছে। এখন পর্যন্ত ৩০ জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস জানিয়েছেন, রুশ বাহিনী হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ধরনের অস্ত্র খুব অল্প সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছায়, এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো প্রতিহত করা প্রায় অসম্ভব।

তিনি বলেন, "এই হামলায় কোনো সামরিক স্থাপনা লক্ষ্য ছিল না, বরং সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে।"

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল ইউক্রেনীয় সেনা ও বিদেশি প্রশিক্ষকদের একটি ঘাঁটি। তাদের ভাষ্য অনুযায়ী, এ অভিযানে ৮৫ জন সেনা এবং ২০টি সামরিক যান ধ্বংস হয়েছে।

জনপ্রিয়