ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এফবিজেএ‘র নতুন নেতৃত্বে মাহবুব, আরিফ উল্লাহ 

আন্তর্জাতিক

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে:

প্রকাশিত: ১২:৫৫, ৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

এফবিজেএ‘র নতুন নেতৃত্বে মাহবুব, আরিফ উল্লাহ 

ফ্রান্সে বাংলাদেশি মূলধারার সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের (এফবিজেএ) দুই বছরের মেয়াদি প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের সদস্যদের সরাসরি ভোটে মোহাম্মদ মাহবুব হোসাইন সমন্বয়ক, মোহাম্মদ কামরুজ্জামান সহ সমন্বয়ক, মোহাম্মদ আরিফ উল্লাহ মুখপাত্র এবং মোসাদ্দেক হোসেন সাইফুল সহ মুখপাত্র নির্বাচিত হন। 

গত ৫ এপ্রিল প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে হাবিবুল্লাহ ফাহাদ, যোগাযোগ ও জনসংযোগ সেল প্রধান নিয়াজ মাহমুদ, সদস্য তানভীর আহমেদ তোহা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেল প্রধান নাজমুল হাসান রাজু, সদস্য এম এ হাশেম (টিভি ও মাল্টিমিডিয়া), আবদুল্লাহ আল মামুন (প্রিন্ট), পরিকল্পনা ও ইভেন্ট ব্যবস্থাপনা সেল প্রধান মোমিন বিন মাহমুদ আনসারী ও সাধারণ সদস্য সরদার হাসান ইলিয়াছ তানিম, জাকির হোসাইন, ইয়াসির আরাফাত খোকন, সাইফুল ইসলাম ও মো. মামুনুর রশীদের নাম ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত নেতারা তাদের বক্তব্যে বলেন, এফবিজেএ ফরাসি মূলধারা এবং বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। 

তারা আরো জানান, সংগঠনটি দুই দেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয়