ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফিলিস্তিনের গ্রামে ইসরায়েলিরা ঘর বানাতে শুরু করেছে

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:৪১, ৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ফিলিস্তিনের গ্রামে ইসরায়েলিরা ঘর বানাতে শুরু করেছে

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ছোট ছোট ঘর বানাতে শুরু করেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেট উম আল-খাইর গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরের কাছেই এসব ঘর বানাতে শুরু করেছেন তারা। এসব ঘরের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এসব ঘরকে বলা হচ্ছে ‘মোবাইল হোমস’। ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ প্রান্তে এসব ঘর বানাতে সেখানে যন্ত্রাংশ নিয়ে যায় ক্রেন ট্রাক। আর সেসব ট্রাক থেকে মালামাল নামিয়ে দ্রুত বানিয়ে ফেলা হয় ঘর।

বেদুইন অধিকার রক্ষায় কাজ করা আল-বাইদার অর্গানাইজেশন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ফিলিস্তিনি বাড়িগুলো থেকে কয়েক মিটার দূরে মোবাইল হোম স্থাপন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ক্রেন ট্রাকগুলো এলাকায় কন্টেইনার পরিবহন করছে।

উল্লেখ্য, অস্কারজয়ী ফিলিস্তিনি-ইসরায়েলি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’–এর বিষয়বস্তু ছিল মাসাফের ইয়াত্তা এবং এখানকার বাসিন্দাদের দুর্দশা।

বিবিসি বলছে, পাঁচ দশকের বেশি সময় আগে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করার পরপরই সেখানে বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। তারপর থেকে ক্ষমতায় আসা প্রতিটা সরকারই সেখানে ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণের অনুমতি দিয়েছে।

বর্তমানে সেখানে (ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম বাদে) আনুমানিক ৩০ লাখ ফিলিস্তিনি ৫ লাখ ইহুদি ইসরায়েলির সঙ্গে ১৩০টির বেশি বসতিতে থাকে।

জনপ্রিয়