ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নি*হত

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ১১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নি*হত

ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ১৪৬ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ইসরায়েলের বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধারে যেতে পারছেন না উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।   

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কভিত্তিক বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৮৮৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৪৬ জন। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। চলমান সংঘাতে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জনপ্রিয়