
গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ চেয়েছে, গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস। সেইসঙ্গে বন্দি বিনিময়ের আহ্বানও জানিয়েছে তারা। তবে এ জন্য তারা আগে যুদ্ধ বিরতি বাস্তবায়নের দাবি জানিয়েছে।
শনিবার (১২ এপ্রিল) হামাসের বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।
খবরে বলা হয়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করে বলা হয়, ইসরায়েলের ভেতরে যুদ্ধ বিরতি ও বন্দিদের মুক্তির জন্য যেভাবে দাবি উঠছে, তার জন্য নেতানিয়াহুই দায়ী।
হামাসের দাবি, ইসরায়েলি বিমান বাহিনী গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে অথচ এই দাবি অবজ্ঞা করে তাদের বহিষ্কারের হুমকি দিচ্ছেন নেতানিয়াহু।
সংগঠনটি বলছে, যুদ্ধ বিরতি করা হলে বন্দিমুক্তিও সম্ভব। একদিন বিলম্ব মানে আরো নিরীহ জনগণের মৃত্যু। সেইসঙ্গে বন্দিদের জীবন অনিশ্চিত করে তোলা।