ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের ওষুধ গুদাম বিধ্বস্ত  

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের ওষুধ গুদাম বিধ্বস্ত  

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের ওষুধ গুদাম বিধ্বস্ত হয়েছে। কিয়েভের বরাত দিয়ে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।

ইউক্রেনের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে দূতাবাস অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো এই হামলা চালানো হয়েছে। এ হামলায় শিশু ও বৃদ্ধদের জন্য প্রস্তুত ওষুধ ধ্বংস হয়েছে।

এদিকে, ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে, যেখানে শিশু ও বৃদ্ধদের প্রয়োজনীয় ওষুধ মজুত ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

তবে, হ্যারিস এ বিষয়ে কিছু উল্লেখ করেননি যে, হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ করে পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন।

জনপ্রিয়