ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পাকিস্তানের বিজ্ঞপ্তিতে ক্ষমা ও ক্ষতিপূরণের বিষয় উল্লেখ নেই

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:০১, ১৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

পাকিস্তানের বিজ্ঞপ্তিতে ক্ষমা ও ক্ষতিপূরণের বিষয় উল্লেখ নেই

প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের একদিন পর ১৮ এপ্রিল বৈঠক নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাকিস্তান। বিজ্ঞপ্তিতে ’৭১ এর ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের মতো অমীমাংসিত বিষয়গুলোর উল্লেখ নেই। তবে বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে ‘স্বাধীনতা যুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের সাধারণ ক্ষমা চাওয়া ও সম্পদ ফেরতের’ বিষয়ে ফলাও করে প্রচার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদারে অমীমাংসিত বিষয়ের সমাধান চাওয়ার কথা জানান। সেদিনের সেই ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠকে ’৭১ এর ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। এছাড়া ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ, তবে এ নিয়ে আরও আলোচনা চলবে।

পাকিস্তানের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা ছাড়াও জম্মু ও কাশ্মির ‘ভারতের অবৈধ দখলে’ রয়েছে দাবি করে এর সমাধানের মতো বিষয় নিয়ে ঢাকার বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সেই বিজ্ঞপ্তিতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ‘গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া বা অর্থ ফেরতের’ বিষয়ে কিছুই বলা হয়নি।

যদিও বিজ্ঞপ্তিতে অতীতের ‘অমীমাংসিত বিষয়ের’ চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকেই বেশি নজর দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের ভাষ্যে ঢাকা ও ইসলামাবাদের সাংস্কৃতিক সম্পর্ক ও অভিন্ন ইতিহাসের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার কথাও এসেছে। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে পাকিস্তান উল্লেখ করেছে, ‘বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে।’

শুক্রবারের ওই বিজ্ঞপ্তিতে পাকিস্তান সাম্প্রতিক সময়ে কয়েকটি উচ্চ পর্যায়ের যোগাযোগের কথাও উল্লেখ করেছে। পাশাপাশি সম্পর্কের গতিশীলতা ধরে রাখতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ, ঝুলে থাকা চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও কানেক্টিভিটির (সংযোগ) ক্ষেত্রে সহায়তা বৃদ্ধির ওপর জোর দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান।
এছাড়াও দেশটির পক্ষ থেকে পাকিস্তানের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোয় বাংলাদেশিদের পড়াশোনার সুযোগ দেয়ার প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের বিষয়ের কথা জানিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে দুই দেশের কানেক্টিভিটিকে (সংযোগ) অগ্রাধিকার দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি।

জনপ্রিয়