ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:২৪, ২১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি : সংগৃহীত

বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘সিগন্যাল’। এই অ্যাপে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার ‘অতি গোপনীয়’ তথ্য প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (২১ এপ্রিল) ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবী ওই গ্রুপে যুক্ত ছিলেন। গত ১৫ মার্চ, ইয়েমেনে হুতিদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল, তার তথ্য আগেই তিনি তার স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন। 

এর আগেও হেগসেথের একটি ভুলে ইয়েমেনে হামলার ছক ফাঁস হয়ে গিয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। অভিযোগ, হোয়াইট হাউসের ‘গ্রুপ চ্যাটে’ তিনি ভুল করে এক সাংবাদিককে যোগ করেছিলেন।

ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত কর্তাদের যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জেনে যান। সেই খবর প্রকাশ্যে আসার পর অবশ্য প্রতিরক্ষামন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু দ্বিতীয়বার একই অভিযোগ উঠল হেগসেথের বিরুদ্ধে।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দাবি, যে সময়ে সাংবাদিককে গ্রুপে যোগ করেছিলেন হেগসেথ, প্রায় একই সময়ে তিনি স্ত্রী, বন্ধুদের সঙ্গেও মার্কিন সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর ফলে, ট্রাম্প প্রশাসনের গোপনীয়তা এবং কর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদনে দাবি করা হয়, নিজের ব্যক্তিগত ফোনে একটি কথোপকথনের অ্যাপে গ্রুপ খুলেছিলেন হেগসেথ। তাতে সদস্য হিসেবে ছিলেন তার স্ত্রী, ভাই, এক আইনজীবী বন্ধু এবং ঘনিষ্ঠ আরও কয়েকজন। দফতরের কাজে গোপনীয়তা রক্ষার জন্য হোয়াইট হাউস থেকে কর্তাদের আলাদা মোবাইল দেয়া হয়। স্ত্রী ও বন্ধুর সঙ্গে আলোচনার সময় সেই ফোন ব্যবহার করেননি হেগসেথ।

অভিযোগ রয়েছে, কীভাবে-কখন-কোন বিমান ইয়েমেনে হুতি ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করবে, তা বিশদে আলোচনা করা হয়েছিল ওই ব্যক্তিগত ‘চ্যাটে’।

হেগসেথের সেই ‘গ্রুপ’-এর নাম ‘ডিফেন্স টিম হাডল’। অন্তত ১২ জন সদস্য রয়েছেন তাতে। হেগসেথের স্ত্রী ফক্স নিউজের প্রাক্তন প্রযোজক। অভিযোগ, সামরিক ক্ষেত্রের একাধিক গোপন এবং গুরুত্বপূর্ণ বৈঠকে তিনিও হেগসেথের সঙ্গে ছিলেন।

জনপ্রিয়