ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৯

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:০৪, ২২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৯

ফিলিস্তিনের গাজায় বিমান ও স্থল অভিযানে সোমবার (২১ এপ্রিল) কমপক্ষে ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলোও। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।
এদিকে, গাজার ওপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়াচ্ছে দখলদার বাহিনী। সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে কয়েকভাগে ভাগ করে ফেলেছে তারা। জানা গেছে, গাজার ৬৯ শতাংশ ভূখণ্ডকে ‘নো-গো’ জোন হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে হত্যার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, নেতানিয়াহুর সরকার হামাসকে চাপ দেয়ার জন্য জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেফতার করার কথা বিবেচনা করছে।

 ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনের হুতির পক্ষ থেকে আরও হামলার দাবি করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘শক্তিশালী প্রতিক্রিয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

জনপ্রিয়