ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক, বিশ্বখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আজহারি তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আসরে সম্মানিত বিচারক হিসেবে অংশ নেবেন।

আন্তর্জাতিক এ আসরে অংশ নিতে আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।

তুরস্কের গাজিয়ান্তেপ শহরে আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিফজ ও কিরাত বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে আনকারায় প্রেসিডেন্ট প্যালেসে প্রতিবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিব এরদোয়ান বিচারক ও প্রতিযোগীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার প্রদান করবেন।

উল্লেখ্য, ২০১৮ খ্রিষ্টাব্দে আহমাদ বিন ইউসুফ আজহারি প্রথম বাংলাদেশি হিসেবে তুরস্ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেন।

প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ আগামী (৩ মে) সকালে দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রূপকার কারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর বড় ছেলে।

জনপ্রিয়