ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান নিষিদ্ধ

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ২১:০৮, ২৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান নিষিদ্ধ

কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী সশস্ত্র হামলার পর আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ভারত হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নেওয়ার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

পাকিস্তান ঘোষণা দিয়েছে, তাদের আকাশসীমায় ভারতীয় মালিকানাধীন ও পরিচালিত কোনো বিমান প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল ও ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা এসেছে। এছাড়া সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে যাওয়া বা সেখান থেকে আসা নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তান সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধা বাতিল করেছে। যেসব ভারতীয় নাগরিকের কাছে এ ধরনের ভিসা রয়েছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদের 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের স্টাফ সংখ্যা ৩০ জনে সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভারতের সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের তীব্র নিন্দা জানিয়ে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে জানায়, পানি প্রবাহে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে সেটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।

গত মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, এ হামলায় পাকিস্তানের একাধিক নাগরিক জড়িত। তবে পাকিস্তান হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

জনপ্রিয়