
কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দিল্লি-ইসলামাবাদের বিরোধ মিটাতে ওয়াশিংটন ভূমিকা রাখবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, তারা নিজেরাই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে বের করবে।
বিতর্কিত কাশ্মীরে ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে সবসময়ই উত্তেজনা ছিল বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে, কাশ্মীরে হামলায় ২৬ জন নিহতের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। নিন্দা জানিয়ে, জড়িতদের বিচারে দিল্লির প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি।
এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা পর্যবেক্ষণ করছে আমেরিকা।
সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুস জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে।
গত ২২ এপ্রিল মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামের বৈসরানে পর্যটকদের ওপর সন্ত্রাসীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। যে কোনো সময় এই দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।