
হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মীরের একাংশ মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে ইতোমধ্যে স্থানীয় অধিবাসীদের আংশিক বন্যার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের নদীর তীর থেকে দূরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং দেশটির ইন্দুস পানি চুক্তি বাতিল করে দেওয়ার পর একতরফাভাবে কোনো সতর্কতা ছাড়াই নদীতে পানি ছেড়ে দেওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
ভারতের এই পদক্ষেপে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। তারা বলেছে, এই ঘটনা আন্তর্জাতিক আইনকে প্রশ্নের মুখে ফেলেছে। কর্মকর্তারা বলছেন, ঝিলম নদীতে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ। পাকিস্তান ভারতের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের সঙ্কট তৈরি না হয় সেজন্য ভারতের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে স্থানীয় অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাটিতে আকস্মিক বন্যা মোকাবিলায় নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। ওইসব এলাকার মসজিদগুলো থেকে মাইকের মাধ্যমে লোকজনকে পানির কাছাকাছি না যেতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদের বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে সরে যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই কর্মকাণ্ডের ফলে প্রতিবেশী দেশ দুটোর মধ্যে উত্তেজনা চরম আকার নেবে। ঝিলম নদীর অতিরিক্ত পানি পাকিস্তানের মাঙ্গলা বাঁধ পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং সেখানকার পরিস্থিতি সামল দিতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তান।